ক্রঃ নং |
বিবরণ |
|
১ |
প্রকল্পের নাম |
পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (২য় সংশোধিত) |
২ |
প্রকল্প পরিচালকের নাম |
জনাব মোঃ জসীম উদ্দিন ইমেইল: ssscht18@gmail.com |
৩ |
বাস্তবায়নকারী সংস্থা |
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড |
৪ |
প্রকল্পের বাস্তবায়নকাল |
১ এপ্রিল ২০১৮ হতে ৩০ জুন ২০২৩ |
৫ |
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য |
লক্ষ্য:
|
৬ |
প্রকল্পের মোট উপকারভোগী |
২,৪২,০০০ পরিবারের অনুর্ধ্ব ৫ বছর বয়সী শিশু- ৯৬,৩০০ ৩-৬ বছর বয়সী শিশু- ৫৭,৭১৬ ১০- ১৯ বছর বয়সী কিশোরী- ৭৫,০৩৭, কিশোর-৭৪,৭১৩ অনুর্ধ্ব ১৮ বছর বয়সী শিশু- ৪,২৫,২৬৬ ১৫-৪৯ বয়সী নারী- ২,৮৯,৬৯৩ |
৭ |
প্রকল্প এলাকা ক) উপজেলা খ) ইউনিয়ন |
তিন পার্বত্য জেলার সকল উপজেলা (২৬টি) ও সকল ইউনিয়ন (১২২টি) |
৮ |
প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা |
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও ইউনিসেফে দীর্ঘ চার দশক যাবৎ প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত শিশু ও নারীদের অবস্থার পরিবর্তনে যৌথ উন্নয়ন প্রচেষ্টার অংশীদার। ১৯৮২ হতে ১৯৮৫ সাল মেয়াদে ১১টি মৌজার মাত্র ৩০০০ পরিবারকে আওতাভূক্ত করে অ্যাকশন রিসার্চ কর্মসূচীর মাধ্যমে উক্ত যৌথ উন্নয়ন উদ্যেগের সূচনা। অ্যাকশন রিসার্চ কর্মসূচীর সফল বাস্তবায়নের প্রেক্ষাপটে পরবর্তীতে তিন পার্বত্য জেলার পশ্চাদপদ জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক উন্নয়নে মৌলিক সেবাপ্রবাহে সংযুক্তির পাশাপাশি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে পরবর্তীতে অধিকতর মৌজা ও পরিবারকে অন্তর্ভূক্ত করে ‘সমন্বিত সমাজ উন্নয়ন’ শীর্ষক পূর্ণাঙ্গ প্রকল্প গ্রহণ করা হয় এবং এর মেয়াদকাল ছিল ১৯৮৫ হতে ১৯৯৫ সাল। বর্ণিত মেয়াদে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের নিম্নতম ইউনিট ছিল মৌজাভিত্তিক কমিউনিটি সেন্টার এবং একেকটি মৌজায় গড়ে ১২টি পাড়া বিদ্যমান। মৌজাভিত্তিক ব্যবস্থার মাধ্যমে ভৌগোলিক কারণে দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন পাড়াসমূহে বিক্ষিপ্তভাবে বসবাসকারী সুবিধাবঞ্চিত পরিবারের শিশু ও নারীদের প্রত্যাশিত পরিমাণে সেবাপ্রবাহের নেটওয়ার্কভূক্তিতে সৃষ্ট চ্যালেঞ্জ উত্তরণে উক্ত প্রকল্পের ২য় পর্যায়ে (১৯৯৬-২০১১) কৌশলগত পরিবর্তন সাধন এবং পাড়াকেন্দ্র নেটওয়ার্কের প্রবর্তন করা হয়। ‘সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প’র ৩য় পর্যায় (২০১২-২০১৮) এবং চলমান ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’ (২০১৮-২০২৩) উভয়তেই উক্ত পাড়াকেন্দ্রভিত্তিক সেবা প্রদান ব্যবস্থা অব্যাহত রাখা হয়। পূর্ববর্তী প্রকল্পের ধারাবাহিকতায় এসডিজির আলোকে বর্তমান প্রকল্পটি গ্রহণ করা হয়েছে এবং এতে প্রারম্ভিক শৈশব উন্নয়ন ও বিদ্যালয় প্রস্তুতিমূলক শিক্ষা, আবাসিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ পানি ও পয়ঃব্যবস্থা উন্নয়ন, পুষ্টি উন্নয়ন, শিশু সুরক্ষা সেবা প্রদান ও অন্যান্য গুরত্বপূর্ণ সামাজিক ইস্যুসমূহে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচী অন্তর্ভুক্ত রয়েছে। এখন প্রকল্পের মাধ্যমে ৪৮০০ পাড়াকেন্দ্রে আড়াই লক্ষ উপকারভোগী পরিবার ও ৪টি আবাসিক বিদ্যালয়ে ১২০০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রছাত্রী সেবার আওতায় রয়েছে। |